Showing posts with label করোনাভাইরাস. Show all posts
Showing posts with label করোনাভাইরাস. Show all posts

Sunday, April 18, 2021

হুমকির মুখে রপ্তানি খাত

হুমকির মুখে রপ্তানি খাত

 


করোনা মহামারীর কারণে আবারো হুমকির মুখে পড়েছে দেশের রপ্তানি খাত। গত বছর দেশে করোনার আঘাত হানার পর ধস নামে রপ্তানিতে। তৈরি পোশাক খাতসহ বিভিন্ন পণ্যের রপ্তানি বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে সামগ্রিক অর্থনীতিতে। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের কর্মসংস্থানসহ অর্থনীতির নানা অনুষঙ্গ। গত বছর (২০২০) মার্চে ২৭৩ কোটি ২০ লাখ ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যা আগের বছরের (২০১৯ সাল) একই মাসের তুলনায় ১৮ দশমিক ৩ শতাংশ কম। এরপর বছরের শেষ দিকে এসে কিছুটা ঘুরে দাঁড়ায় রপ্তানি খাত। কিন্তু ফেব্রুয়ারি-মার্চে ইউরোপজুড়ে থেমে থেমে লকডাউনের কারণে খাবি খায় দেশের রপ্তানি খাত। কিন্তু এবার দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের কারণে আবারো এই খাতে ধসের শঙ্কা সংশ্লিষ্টদের। রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি’র হালনাগাদ তথ্য বলছে, জুলাই-মার্চ এই নয় মাসে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩০ হাজার ২৭৯ মিলিয়ন ডলার। কিন্তু রপ্তানি হয়েছে  ২৮ হাজার ৯৩৮ দশমিক ৩৫ মিলিয়ন ডলার। গত (২০১৯-২০) অর্থবছরে একই সময়ের রপ্তানি হয় ২৮ হাজার ৯৭৩ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় রপ্তানি কমেছে ৩৫ মিলিয়ন ডলার। এই নয় মাসে দেশের তৈরি পোশাক খাতে (নিটওয়্যার ও ওভেন) ২৪ হাজার ৯৫০ দশমিক ৬৩ মিলিয়ন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি হয় ২৩ হাজার ৪৮৭ দশমিক ৯১ মিলিয়ন ডলার (লক্ষ্যমাত্রার দেড় প্রায় দেড় হাজার মিলিয়ন ডলার কম) রপ্তানি হয়েছে। অথচ গত অর্থবছরে (২০১৯-২০২০) একই সময়ে রপ্তানি হয় ২৪ হাজার ১০৩ দশমিক ৭২ মিলিয়ন ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় প্রায় সাতশ মিলিয়ন ডলারের কম রপ্তানি আদেশ পায় পোশাক খাত। এ ক্ষেত্রে ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করেছে টেক্সটাইল খাত। গত নয় মাসে ৭০৮ দশমিক ৯৭ মিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রার বিপরীতে ৮৪৬ দশমিক ৪৫ মিলিয়ন ডলার রপ্তানি আদেশ পায় এই সেক্টর, যা ২০১৯-২০২০ অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় আড়াইশ মিলিয়ন ডলার বেশি (৫৯৮.১৯ মিলিয়ন ডলার)

এ ছাড়া কৃষিপণ্যে লক্ষ্যমাত্রার চেয়ে কম হলেও গত বছরের তুলনায় কিছুটা বেশি রপ্তানি আদেশ পাওয়া গেছে। ২০২০-২০২১ (জুলাই-মার্চ) অর্থবছরে ৭৯০ দশমিক ৭২ মিলিয়ন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি হয় ৭৪৬.৭২ মিলিয়ন ডলার, যা ২০১৯-২০২০ (জুলাই-মার্চ)  অর্থবছরে ছিল

Monday, April 12, 2021

করোনার থাবা এবার ক্যাটরিনার দেহে

করোনার থাবা এবার ক্যাটরিনার দেহে

 


অতিমারী করোনাভাইরাসে (কোভিড-১৯) এবার আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা নিজের সোশ্যাল হ্যান্ডেলে একথা ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন।

ক্যাট লিখেছেন, আমি করোনা পজিটিভ। দ্রুত নিজেকে আইসোলেশনে রেখেছি এবং আপাতত কিছুদিন হোম কোয়ারেন্টাইনেই থাকব। চিকিৎসকের দেয়া সমস্ত গাইডলাইন এবং প্রোটোকল অনুসরণ করছি।

একই সঙ্গে যে সব ব্যক্তিরা তার সঙ্গে ছিলেন তাদের সবাইকে করোনা পরীক্ষা করাতেও অনুরোধ করেছেন বলি স্টার। পাশাপাশি তিনি লেখেন, আপনাদের সবার ভালোবাসা ও সহায়তার জন্য ধন্যবাদ। দয়া করে সকলে নিরাপদে থাকুন এবং নিজের যত্ন নিন।
গত সোমবার অভিনেতা ভিকি কৌশল ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানিয়েছেন তার করোনায় আক্রান্ত হওয়ার কথা। বলিউডের গুঞ্জন, ভিকি এবং ক্যাটরিনার সম্পর্ক নাকি নিছক বন্ধুত্ব অবধিই নয়। তার থেকেও বেশি কিছু। এ বিষয়ে যদিও কখনও মুখ খোলেননি তারা।

করোনা দাপট বৃদ্ধি পাওয়ায় ফের পিছিয়ে গিয়েছে অক্ষয় কুমার এবং ক্যাটরিনা অভিনীত ‘সূর্যবংশী’র মুক্তির দিন। গত সোমবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে করোনা আক্রান্ত অক্ষয়কে। এ বার ছবির নায়িকারও আগামী কয়েক দিন কাটবে চার দেওয়ালের ঘেরাটোপে। ​অভিনেত্রীদের মধ্যে কোভিড পজিটিভ হয়েছেন ভূমি পেডনেকার, আলিয়া ভাটের মতো সুপারস্টারেরা। ক্রমেই যেন করোনা গ্রাস করছে বলিউডকে।

উর্বশীর মুখে হীরার মাস্ক, ভিডিও ভাইরাল

উর্বশীর মুখে হীরার মাস্ক, ভিডিও ভাইরাল

 


করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে মুখে মাস্ক পরার বিকল্প নাই। বিশ্ব জুড়ে মাস্ক পরা করা হয়েছে বাধ্যতামূলক। তাই তো মাস্কেও স্টাইল খুঁজে নিয়েছেন সৌখিন মানুষরা। তবে এক্ষেত্রে মনে হয় সবচেয়ে বেশি এগিয়ে আছেন তারকারা।

তারকা মানেই সাধারণ মানুষের চেয়ে আলাদা জীবনযাপন। তাই তো তাদের মাস্কের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ভিন্নতা। এই তো কদিন আগে ৩০ হাজার টাকার বেশি দামের মাস্ক প্রকাশ্যে এনে সবাইকে চমকে দিয়েছিলেন কারিনা কাপুর। এবার হীরার মাস্ক পরে আলোচনায় এসছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা। সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এমনটা জানান তিনি। যা রীতিমতো ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, মাস্কের মাঝের জায়গটা কাঁচ দিয়ে ঢাকা। বাকি অংশ পুরোটা হীরা দিয়ে নকশা করা। যা জ্বলজ্বল করছে। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘পুরো মুখ ঢাকতে হীরার মাস্ক। অনেক ভারি লাগছে। কিন্তু দয়া করে কেউ দোষ দেবেন না।’
এদিকে সবাই যে তার এই কাণ্ডে প্রশংসা করেছেন তাও কিন্তু নয়, অনেকেই তুমুল সমালোচনাও করেছেন। কেউ কেউ আবার ঠাট্টা বিদ্রুপ ও করেছেন। তবে এইসব গায়ে লাগান নি উর্বশী। কারণ এই মাস্ক পড়ার মূল উদ্দেশ্য হলো একটি ডায়মন্ড কোম্পানির বিজ্ঞাপনের কাজ করা।

২০১৩ সাথে সানি দেওলের ‘দ্যা সিং গ্রেট’ সিনেমার মধ্য দিয়ে বলিউড এ অভিষেক হয় এই অভিনেত্রীর। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় উর্বশী।

মুকুট ছিনিয়ে নিয়ে গ্রেফতার মিস ওয়ার্ল্ড শ্রীলংকা

মুকুট ছিনিয়ে নিয়ে গ্রেফতার মিস ওয়ার্ল্ড শ্রীলংকা

 


মুকুট ছিনিয়ে নেয়াসহ পুরস্কার বিতরণী মঞ্চে অপরাধ ও অসৌজন্যমূলক আচরণ করার দায়ে দুই আসর আগের ‘মিস শ্রীলংকা’কে গ্রেফতার করা হয়েছে। শ্রীলংকার সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতার পুরস্কার মঞ্চে ২০১৯ সালের বিজয়ী হন তিনি।

জানা যায়, এ বছরের ‘মিস শ্রীলংকা’ খেতাব অর্জন করা বিউটি কুইন পুষ্পিকা ডি সিলভার সঙ্গে অসদাচরণ করাও তার গ্রেফতারের কারণ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) তাকে গ্রেফতার করে দেশটির পুলিশ।

খবরে ঘটনার উল্লেখ করে বলা হয়, ক্যারোলিন জুরি এবং ঘটনায় জড়িত থাকা আরেক মডেল চোলা পদ্মেন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, রোববার পুরস্কার মঞ্চে ভুক্তভোগীকে আঘাত এবং অপরাধমূলক আচরণের অভিযোগ রয়েছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সময় রবিবার রাতে আয়োজন হয় মিসেস শ্রীলংকা ২০২০-এর ফাইনাল। দেশসেরা সুন্দরীদের মধ্যে থেকে বাছাই হয়ে ফাইনালে আসেন তিন প্রতিযোগী। এরপর সেরাদের সেরা ঘোষিত হন পুষ্পিকা ডি সিলভা। তাকে সেরা সুন্দরীর মুকুট পরিয়ে দেন আয়োজকরা।
বিপত্তির শুরু হয় এরপরই। গতবারের চ্যাম্পিয়ন মিসেস শ্রীলংকা ২০১৯, ক্যারোলিন জুরি এ সময় মঞ্চে উপস্থিত হয়ে কেড়ে নেন পুষ্পিকার মুকুট।
করোনায় মারা গেলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী মিতা হক

করোনায় মারা গেলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী মিতা হক

 


করোনাভাইরাসে সংক্রমিত হয়ে একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্র সংগীত শিল্পী মিতা হক মারা গেছেন। রোববার সকাল ৬টায় রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ তথ‌্য নিশ্চিত করেছেন মিতা হকের জামাতা ও অভিনেতা মোস্তাফিজ শাহীন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ নমুনা পরীক্ষা করলে মিতা হকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর বাসায় আইসোলেশনে ছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ৩১ মার্চ থেকে হাসপাতালে ভর্তি হন। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।শেষ শ্রদ্ধা জানানোর জন্য আজ বেলা ১১টায় তার মরদেহ ছায়ানটে নেওয়া হবে। কেরানীগঞ্জের বড় মনোহারিয়ায় তাকে দাফন করা হবে।

প্রয়াত অভিনেতা খালেদ খানের স্ত্রী সংগীত শিল্পী মিতা হক। তিনি দেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক ও রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হকের ভাতিজি। মিতা হক ও খালেদ খান দম্পতির কন‌্যা জয়ীতাও রবীন্দ্র সংগীত শিল্পী।

মিতা হক ১৯৬২ সালের সেপ্টেম্বরে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত অভিনেতা খালেদ খানের স্ত্রী। তার মেয়ে জয়িতাও রবীন্দ্রসংগীত শিল্পী। ১৯৭৬ সাল থেকে তিনি তবলাবাদক মোহাম্মদ হোসেন খানের কাছে গান শেখা শুরু করেন।

বাংলাদেশ বেতারের সর্বোচ্চ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী মিতা হক। ১৯৯০ সালে বিউটি কর্নার থেকে প্রকাশিত হয় মিতা হকের প্রথম রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘আমার মন মানে না’। সংগীতায়োজনে ছিলেন সুজেয় শ্যাম।

মিতা হক এ পর্যন্ত সব মিলিয়ে প্রায় ২০০টি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন। তার এককভাবে মুক্তি পাওয়া মোট ২৪টি অ্যালবাম আছে। এর মধ্যে ১৪টি ভারত থেকে ও ১০টি বাংলাদেশ থেকে।

বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক ২০১৬ সালে শিল্পকলা পদক লাভ করেন। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২০ সালে একুশে পদক পান এই বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী।

লাইফ সাপোর্টে করোনায় আক্রান্ত ফরিদ আহমেদ

লাইফ সাপোর্টে করোনায় আক্রান্ত ফরিদ আহমেদ

 


করোনায় আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সংগীত পরিচালক ও সুরকার ফরিদ আহমেদ। রোববার (১১ এপ্রিল) ভোর থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন তিনি। ফরিদ আহমেদের বড় মেয়ে দুর্দানা ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শনিবার (১০ এপ্রিল) রাতে হাসপাতাল থেকে আমাদের ফোনে জানানো হয় বাবার স্যাচুরেশন বাড়ছে না, দ্রুত ওনার লাইফ সাপোর্ট প্রয়োজন। এরপর আমাদের পরিবারের সম্মতিতে আজ (রোববার) ভোরে বাবাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। লাইফ সাপোর্ট দেয়ার পর বাবার স্যাচুরেশন কিছুটা বেড়েছে। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। সবার কাছে বাবার সুস্থতার জন্য দোয়া চাইছি।এর আগে গত ২০ মার্চ ফরিদ আহমেদ অসুস্থ হয়ে পড়েন। এরপর ২১ ও ২৩ মার্চ তিনি টেস্ট করালে করোনা নেগেটিভ আসে। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না ঘটলে তিনি পুনরায় ২৫ মার্চ টেস্ট করান এবং তখন তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।এরপর ওইদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীত পরিচালক। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করা হয়।

ফিরোজ সাঁইয়ের হাত ধরে পেশাদার সংগীতাঙ্গনে পথচলা শুরু হয় অসংখ্য কালজয়ী গানের সুরকার ফরিদ আহমেদের। রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, সুবীর নন্দী, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎসহ অনেক গুণী শিল্পীর জন্য গান তৈরি করেছেন তিনি।ফরিদ আহমেদ আড়াই হাজারের বেশি নাটক, চার শতাধিক ধারাবাহিক এবং জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’সহ অসংখ্য সরকারি-বেসরকারি ও টিভি অনুষ্ঠানের থিম সং তৈরি করেছেন। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে প্রায় ৩০টি সিনেমায় কাজ করেছি তিনি।

২০১৭ সালের সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফরিদ আহমেদ। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘তুমি রবে নীরবে’ সিনেমায় সংগীত পরিচালনা করে এ পুরস্কার অর্জন করেন তিনি।

Monday, March 8, 2021

কোভিডে মৃত্যুর নতুন মাইলফলক

কোভিডে মৃত্যুর নতুন মাইলফলক

কোভিডে মৃত্যুর নতুন মাইলফলক 

 যুগান্তর ডেস্ক 
০৭ মার্চ ২০২১,

কোভিড-১৯ কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। বিশ্বের কোনে কোনো দেশে তৃতীয় ও চতুর্থ ঢেউ শুরু হয়েছে। আবার কোথাও কোথাও করোনাভাইরাসের নতুন ধরন শুরু হয়েছে।  এরই মধ্যে করোনাভাইরাসে মৃত্যুর নতুন মাইলফলক ছুঁয়েছে। 
মহামারিতে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৭০ লাখ ৮১ হাজার ৭৬৩ জন।  আর মারা গেছেন ২৬ লাখ ৪৮ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ২৬ লাখ ৬০ হাজার ৯৯৫ জন।
কোভিড-১৯-এর সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৮৯১। আর মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩৭ হাজার ১১৯ জনের।
বিশ্বে আক্রান্ত বিবেচনায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ১২ লাখ ১০ হাজার ৭৯৯ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৫৭ হাজার ৭৯১ জনের।
মৃত্যু বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্তের দিক দিয়ে রয়েছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে এক কোটি ৯ লাখ ৩৯ হাজার ৩২০ এবং মৃত্যু হয়েছে দুই লাখ ৬৪ হাজার ৪৪৬ জনের।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনাভাইরাসের উৎপত্তি।  এ পর্যন্ত ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই মহামারি। এটিকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।