অতিমারী করোনাভাইরাসে (কোভিড-১৯) এবার আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা নিজের সোশ্যাল হ্যান্ডেলে একথা ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন।
ক্যাট লিখেছেন, আমি করোনা পজিটিভ। দ্রুত নিজেকে আইসোলেশনে রেখেছি এবং আপাতত কিছুদিন হোম কোয়ারেন্টাইনেই থাকব। চিকিৎসকের দেয়া সমস্ত গাইডলাইন এবং প্রোটোকল অনুসরণ করছি।
করোনা দাপট বৃদ্ধি পাওয়ায় ফের পিছিয়ে গিয়েছে অক্ষয় কুমার এবং ক্যাটরিনা অভিনীত ‘সূর্যবংশী’র মুক্তির দিন। গত সোমবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে করোনা আক্রান্ত অক্ষয়কে। এ বার ছবির নায়িকারও আগামী কয়েক দিন কাটবে চার দেওয়ালের ঘেরাটোপে। অভিনেত্রীদের মধ্যে কোভিড পজিটিভ হয়েছেন ভূমি পেডনেকার, আলিয়া ভাটের মতো সুপারস্টারেরা। ক্রমেই যেন করোনা গ্রাস করছে বলিউডকে।
0 coment rios: