মুকুট ছিনিয়ে নেয়াসহ পুরস্কার বিতরণী মঞ্চে অপরাধ ও অসৌজন্যমূলক আচরণ করার দায়ে দুই আসর আগের ‘মিস শ্রীলংকা’কে গ্রেফতার করা হয়েছে। শ্রীলংকার সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতার পুরস্কার মঞ্চে ২০১৯ সালের বিজয়ী হন তিনি।
জানা যায়, এ বছরের ‘মিস শ্রীলংকা’ খেতাব অর্জন করা বিউটি কুইন পুষ্পিকা ডি সিলভার সঙ্গে অসদাচরণ করাও তার গ্রেফতারের কারণ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) তাকে গ্রেফতার করে দেশটির পুলিশ।
খবরে ঘটনার উল্লেখ করে বলা হয়, ক্যারোলিন
জুরি এবং ঘটনায় জড়িত থাকা আরেক মডেল চোলা পদ্মেন্দ্রকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ, রোববার পুরস্কার মঞ্চে ভুক্তভোগীকে আঘাত এবং
অপরাধমূলক আচরণের অভিযোগ রয়েছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সময়
রবিবার রাতে আয়োজন হয় মিসেস শ্রীলংকা ২০২০-এর ফাইনাল। দেশসেরা সুন্দরীদের
মধ্যে থেকে বাছাই হয়ে ফাইনালে আসেন তিন প্রতিযোগী। এরপর সেরাদের সেরা ঘোষিত
হন পুষ্পিকা ডি সিলভা। তাকে সেরা সুন্দরীর মুকুট পরিয়ে দেন আয়োজকরা।
0 coment rios: