Sunday, October 24, 2021

ভারতের বিপক্ষে জয়ে ইমরান খানের টোটকাই কাজে লাগলো!

 





টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। বিশ্বকাপেের যে কোনো ফরম্যাটে এর আগে কখনো ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। এই জয়ে যারপরনাই খুশী পাকিস্তানের প্রধানমন্ত্রী ও দলটির সাবেক অধিনায়ক ইমরান খান।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তান দলকে টোটকা দিয়েছিলেন ইমরান খান। কিভাবে খেলতে হবে তা নিয়েও কথা বলেছেন অধিনায়ক বাবর আজমের সঙ্গে। ১৯৯২ সালে কীভাবে সব হিসেব উল্টে তারা বিশ্বকাপ জিতেছিলেন, সেই কাহিনী বাবরের দলকে শুনিয়েছেন ইমরান।

পাক-ভারত ম্যাচ উপভোগ করেছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন ইমরান খান। সেখানে তিনি লিখেছেন, পাকিস্তান টিমকে ধন্যবাদ। বিশেষ করে বাবর আজমকে। যে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। রিজ‌ওয়ান এবং শাহীন আফ্রিদিকেও বিশেষভাবে ধন্যবাদ তাদের পারফরম্যান্সের জন্য। জাতি তোমাদের সবাইকে নিয়ে গর্ব করে।

১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে আনকোরা এক দল নিয়ে ওয়ানডে বিশ্বকাপ অভিযানে যায় পাকিস্তান। তার দারুণ নেতৃত্বে সেই আসরের চ্যাম্পিয়ন হয় ক্রিকেট বিশ্বে ‘আনপ্রেডিক্টেবল’ হিসেবে পরিচিত এ দলটি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: