Monday, April 12, 2021

১৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিল ফেসবুক

 


অনলাইন ডেস্ক ॥ পণ্যের ভুয়া রিভিও কেনা বেচার দায়ে ১৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক। ওই সব অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ তারা টাকার বিনিময়ে বিভিন্ন পণ্যের নজরকাড়া ও চটকদার রিভিও দেয়। যা দেখে সত্যিকারের ক্রেতারা বিভ্রান্ত হয়ে পরে।

যুক্তরাজ্যের বাজার প্রতিযোগিতা তদারককারী কর্তৃপক্ষের (সিএমএ) নজরদারী ও হস্তক্ষেপের ফলে ফেসবুক এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

ফেসবুক জানিয়েছে, তারা ফেসবুক ও ইনষ্টাগ্রামের পেইড কনটেন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার জন্য নীতিমালায় কিছু পরিবর্তন নিয়ে আসছে। যেসব পেইড কনটেন্ট ব্যবহারকারীদেরকে বিভ্রান্ত করবে এবং প্রতারিত করতে প্রলুব্ধ করতে সেগুলো ফেসবুক ও ইনষ্টাগ্রাম থেকে সরিয়ে দেয়া হবে।

ভার্চুয়াল বাজার স্থিতিশীল রাখতে যুক্তরাজ্যের বাজার প্রতিযোগিতা তদারককারী কর্তৃপক্ষ (সিএমএ) এবং ফেসবুক যৌথভাবে ২০১৯ সালে কাজ শুরু করে। এর আগে অবশ্য ২০১৮ সালে ভুয়া রিভিওর বিষয়টি নজরে এনে ইবে এবং ফেসবুককে চিঠি দিয়েছিলো সিএমএ। তারপর থেকেই ভুয়া রিভিওর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে ফেসবুক।

গত বছরও ফেসবুক একই অভিযোগে অভিযুক্ত ১৮৮টি গ্রুপ ও ২৪টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল।

সূত্র: রয়টার্স


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: