Showing posts with label খেলা. Show all posts
Showing posts with label খেলা. Show all posts

Saturday, October 23, 2021

বাংলাদেশের পাঁচ প্রতিপক্ষ নিয়ে অতীতের মিশ্র অভিজ্ঞতা

বাংলাদেশের পাঁচ প্রতিপক্ষ নিয়ে অতীতের মিশ্র অভিজ্ঞতা



ছবি: সংগৃহীত

সুপার টুয়েলভ শুরুর আগে ৫ প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের মিশ্র অভিজ্ঞতার কথা বলছে পরিসংখ্যান। রয়েছে স্বস্তি-অস্বস্তি দুটোই। ৫ প্রতিপক্ষের মধ্যে ৩ দেশই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচে। তবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা আছে এগিয়ে। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে এখনও মাঠেই নামা হয়নি আর প্রোটিয়াদের বিপক্ষে জয় এখনও অধরা। সুপার টুয়েলভে বাংলাদেশের এই ৫ প্রতিপক্ষের পরিসংখ্যান দেখে নেয়া যাক।

আগামী রোববার (২৪ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশনের সুপার টুয়েলভের লড়াই। সেখানে লঙ্কানদের সাথে টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড, উইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
লড়াই শুরুর আগে পরিসংখ্যান দেখে কিছুটা আত্মবিশ্বাসী হতে পারে বাংলাদেশ। আইসিসির বর্তমান টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৬ নম্বরে। যা ৭ নম্বরে থাকা অস্ট্রেলিয়া, ৯ নম্বরে থাকা উইন্ডিজ ও ১০ নম্বরে থাকা শ্রীলঙ্কার উপরে। বাকি দুই দল হচ্ছে শীর্ষে থাকা ইংল্যান্ড ও বাংলাদেশের ১ ধাপ উপরে ৫-এ থাকা দক্ষিণ আফ্রিকা।

শ্রীলঙ্কার সাথে পরিসংখ্যান খুব একটা পক্ষে কথা বলছে না বাংলাদেশের জন্য। তবে সব শেষ দুই ম্যাচে জয় টাইগারদের। ১১ টি-টোয়েন্টিতে ৪ জয়ের বিপরীতে টাইগাররা হেরেছে ৭ ম্যাচে।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল ইংল্যান্ড। তবে ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ইংল্যান্ডের মুখোমুখি হয়নি বাংলাদেশ। ২৭ অক্টোবর আবুধাবিতে বাংলাদেশের মুখোমুখি হবে ইংলিশরা।

২৯ অক্টোবর শারজায় উইন্ডিজের বিপক্ষে লড়বে রাসেল ডোমিঙ্গো শিষ্যরা। পরিসংখ্যান অনুযায়ী দুই দল কাছাকাছি থাকলেও টি-টোয়েন্টির ফেরিওয়ালা উইন্ডিজ শক্ত পরীক্ষাই হয়তো নেবে বাংলাদেশের। দু’দলের ১২ ম্যাচে ৫ জয় বাংলাদেশের, আর ৬ জয় উইন্ডিজের। ফল আসেনি ১ ম্যাচে।

নিজেদের ৪র্থ ম্যাচে ২ নভেম্বর আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে এখন পর্যন্ত ৬ ম্যাচে বাংলাদেশের নেই কোনো জয়। সব ম্যাচেই হেসেছে দক্ষিণ আফ্রিকা। তাই এবারও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।

আর সুপার টুয়েলভের শেষ ম্যাচে ৪ নভেম্বর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। অজিদের বিপক্ষে অবশ্য সম্প্রতি ঘরের মাঠে ৪-১ এ সিরিজ জিতেছে সাকিব-রিয়াদরা। সেই পরিসংখ্যান কিছুটা স্বস্তি দিলেও কন্ডিশন বিবেচনায় শুধু জয়ের আত্ববিশ্বাসটাই কাজে লাগতে পারে বাংলাদেশের।

 

Sunday, April 18, 2021

বঙ্গবন্ধু গেমসে ইবির ৩ শিক্ষার্থীর পদক জয়

বঙ্গবন্ধু গেমসে ইবির ৩ শিক্ষার্থীর পদক জয়

 


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস প্রতিযোগিতা’-২০২০ এ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী স্বর্ণপদক ও এক শিক্ষার্থী ব্রোঞ্জপদক জয় করেছেন। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ডেপুটি পরিচালক আসাদুর রহমান এতথ্য নিশ্চিত করেন।

স্বর্ণপদক জয়ী দুই শিক্ষার্থী হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ডিসকাস থ্রো ইভেন্টে জাফরিন আক্তার এবং একই বিভাগের ১০০ মিটার হার্ডলস, ১০০ মিটার রিলে ও ৪০০ মিটার রিলে এই তিন ইভেন্টে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আনিকা রহমান তামান্না। একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রিংকি খাতুন লং জাম্প ইভেন্টে ব্রোঞ্জপদক জয় করেন।

শারীরিক শিক্ষা বিভাগ সূত্র জানায়, ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জাফরিন আক্তার ডিসকাস থ্রো ইভেন্টে প্রথম ও আনিকা রহমান তামান্না মোট তিন ইভেন্টে প্রথমস্থান অধিকার করে তিনটি স্বর্ণপদক জয়লাভ করেন। রিংকি খাতুন লং জাম্প ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জপদক জয় করেন।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল বলেন, ‘এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। আমাদের খেলোয়াড়রা দেশ-বিদেশে সাফল্য অর্জন করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনছে। তাদের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা রাখি। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

হকির নির্বাচনে এত তোলপাড়!

হকির নির্বাচনে এত তোলপাড়!

 


বাংলাদেশের হকি নিয়ে হঠাৎ চারদিকে শুরু হয়েছে তোলপাড়। হকি ফেডারেশন অফিসের আশপাশে তুমুল ভিড়। কর্মকর্তা আর সাবেক খেলোয়াড়দের সঙ্গে রয়েছেন তাদের শুভাকাঙ্ক্ষীরা। আর রয়েছেন উৎসুক জনতা। না, বাংলাদেশের হকি কোনো সাফল্য লাভ করেনি কিংবা আন্তর্জাতিক পদক লাভেরও কোনো সম্ভাবনা নেই। তাহলে ঘটনা কী? হকি ফেডারেশনের আসন্ন নির্বাচন। হকির নির্বাচন নিয়ে আগেও এমন তোড়জোড় লক্ষ করা গেছে। এমন হইচই আর উত্তেজনার ছিটেফোঁটাও যদি খেলাটির মান উন্নয়নে থাকত, তাহলে বাংলাদেশ বিশ্ব হকির সম্মানজনক অবস্থায় জায়গা করে নিতে সক্ষম হতো।

জানা গেছে, সমঝোতার বদলে নির্বাচনের মাধ্যমেই হকির নতুন কমিটি চায় দুই পক্ষ। শেষদিন মনোনয়ন জমা দিয়েছেন সাধারণ সম্পাদক পদের দুই প্রতিদ্বন্দ্বী আবদুস সাদেক ও একেএম মমিনুল হক সাঈদ। ২৮টি পদের বিপরীতে মনোনয়ন জমা পড়েছে ৬৮টি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৪ এপ্রিল। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ এপ্রিল। প্রথমে শোনা গিয়েছিল সমঝোতার ভিত্তিতে হবে হকি ফেডারেশনের এই নির্বাচন। দুই পক্ষ কয়েক দফা সভা করেছে এ নিয়ে।

তবে শেষ দিন দুই পক্ষই আলাদা আলাদাভাবে মনোনয়ন জমা দেওয়ায় সেই সম্ভাবনা মুছে গেছে। এখন আর সমঝোতার সুযোগ নেই- জানান সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবদুস সাদেক। অপরদিকে আনুষ্ঠানিক কোনো সমঝোতার প্রস্তাব আসেনি বলে তথ্য দিলেন অন্য প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মমিনুল হক সাঈদ।

অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক আবদুস সাদেক মহানগর হকি ক্লাব সমর্থিত পরিষদের ব্যানারে মনোনয়ন জমা দিয়েছেন। ওই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে আবদুস সাদেক, সহ-সভাপতি পদে সাজেদ এ এ আদেলসহ পাঁচজন ও অন্যান্য পদ মিলিয়ে ২৮ পদের বিপরীতে ৩০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সমঝোতার নির্বাচন না হলেও সবাই মিলে হকির সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়া আবদুস সাদেক। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা দিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে কাউন্সিলর হওয়া মমিনুল হক সাঈদ। তাকে সমর্থন দিলেও ঊষা ক্রীড়াচক্রের আবদুর রশিদ শিকদার একই সঙ্গে সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন প্যানেল ঘোষণা করেছেন সাধারণ সম্পাদক প্রার্থী আবদুস সাদেক। বিপরীতে মনোনয়ন জমা দিলেও পূর্ণাঙ্গ প্যানেল ৩ এপ্রিল ঘোষণা করবেন বলে জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী সাঈদ। যদিও এখনই বিভাগীয় ও জেলা ক্রীড়া সংগঠক পরিষদ ও মহানগর হকি ক্লাবগুলোর সমর্থনে নিরঙ্কুশ জয়ের আত্মবিশ্বাস সাদেকের কণ্ঠে। তার প্যানেলে সহ-সভাপতির পদে সাজেদ আদেল, মাহফুজুর রহমান ও ইউসুফ আলীর সঙ্গে নতুন মুখ মোস্তবা জামান ও জাকি আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকছেন মাহবুব এহসান রানা ও মোহাম্মদ ইউসুফ। বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনে সব সময়ই বিতর্ক আর নতুন সমালোচনার সৃষ্টি হয়। তার প্রধান কারণ, বিশ্ব হকিতে বর্তমানে বাংলাদেশের কোনো অবস্থান নেই বলা চলে। এক সময়ের সম্ভাবনাময় হকিকে ‘গলা টিপে হত্যা’ করা হয়েছে। সরাসরি এর জন্য দায়ী হকির কর্মকর্তারা। যেই বাংলাদেশ তিন দশক আগেও বিশ্বের সেরা দলটির বিরুদ্ধে দারুণ লড়াই করে মাত্র এক গোলে হেরেছিল দুর্ভাগ্যক্রমে, সেই বাংলাদেশকে আজ যদি বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি করা হয়, তাহলে হয়তো গোল হজমের বিশ্বরেকর্ড করতে পারে লাল-সবুজের দলটি। অথচ হকি ফেডারেশনের নির্বাচন দেখলে মনে হবে- না জানি খেলাটিতে কত উপরে উঠেছে বাংলাদেশ।

বিশ্ব হকির র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ৩৪ নম্বরে। যেখানে এশিয়ার দল ভারত রয়েছে পঞ্চম স্থানে। আর পাকিস্তান দ্বাদশ, মালয়েশিয়া ত্রয়োদশ, চীন চতুর্দশ, দক্ষিণ কোরিয়া সপ্তদশ, জাপান অষ্টাদশ স্থানে রয়েছে। ১৯৮৫ সালে ঢাকায় এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দ্বিতীয়ার্ধের শেষের দিকের একমাত্র গোলে পরাজিত হয়েছিল তৎকালীন বিশ্বকাপ ও অলিম্পিক চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে। দেশজুড়ে হকির জোয়ার সৃষ্টি হয়। কিন্তু কর্মকর্তারা সেই অবস্থা ধরে না রেখে নিজেদের আখের গোছাতে তৎপর ছিলেন বলেই হকিতে বাংলাদেশের এগিয়ে যাওয়া সম্ভব হয়নি। আজ অবধি সেই অবস্থাই রয়েছে।

এক সময়ের বিশ্বসেরা দল ভারত, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া এখন বিশ্বকাপ কিংবা অলিম্পিকে টিকে আছে কোনোমতে। সেই সব দলের সঙ্গে বাংলাদেশ ম্যাচে হালি হালি গোল হজম করছে। হকির উন্নতির দিকে কর্মকর্তাদের মোটেও ভ্রূক্ষেপ নেই। তাদের নজর শুধু নির্বাচনে। নির্বাচন অবশ্যই ইতিবাচক। কিন্তু যেখানে হকির এমন বেহাল দশা, সেখানে কি জাঁকজমকপূর্ণ নির্বাচন শোভা পায়- প্রশ্ন সেটাই।

সাবেক অধিনায়কদের অবজ্ঞা বিপিএলে

সাবেক অধিনায়কদের অবজ্ঞা বিপিএলে

 


এটা কীভাবে হলো, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে আয়োজিত এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। যার নামই রাখা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। এ আসরের মাঠের খেলা শুরুর তিনদিন আগে গতকাল রোববার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হলো জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে দাওয়াত করা হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোনো অধিনায়ক কিংবা তারকা খেলোয়াড়দের।

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে বসে দেশি-বিদেশি তারকাদের মেলা। দুই পর্বে মঞ্চ মাতান দেশি ও বিদেশি তারকারা। সন্ধ্যা ৭টার দিকে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে-পরে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক বিষয়।

খুব পরিতাপের বিষয় হলো, এ অনুষ্ঠানের জন্য আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেওয়া হয়নি দেশের সাবেক কোনো ক্রিকেট তারকাকে। সাবেক অধিনায়করা দাওয়াত না পেলেও, ক্রিকেট বোর্ডের সকল সদস্য ও কাউন্সিলররা ঠিকই আমন্ত্রণপত্র পান। অনেককেই আবার দেওয়া হয়েছে সৌজন্য টিকিট। কিন্তু সাবেক খেলোয়াড় বা অধিনায়কদের জন্য নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। এতে হতাশা প্রকাশ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত, কৃতী উইকেটকিপার শফিকুল হক হীরা। আয়োজকদের এমন খামখেয়ালিপূর্ণ আচরণ মেনে নিতে কষ্টই হচ্ছে তার। শফিকুল হক হীরা শুধু ক্রিকেটার হিসেবেই নন, জাতীয় দলের ম্যানেজার হিসেবেও ছিলেন অন্যতম সফল। তিনি বলেন, ‘ এটা দেখে অবাক হলাম যে, বিপিএলের এই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অধিনায়কদের দাওয়াত দেয়া হয়নি। অথচ বোর্ড মেম্বার, কাউন্সিলররা ঠিকই আমন্ত্রণ পেয়েছে। এটা খুবই দুঃখের যে সাবেক অধিনায়কদের চেয়ে বোর্ড কাউন্সিলরদের গুরুত্ব বেশি।’ তিনি আরো বলেন, ‘জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং জাতীয় পুরস্কার বিজয়ীর জন্য এটা অপমানজনক। বিসিবি কারো সাথে যোগাযোগই করেনি। দেশের জন্য সুনাম অর্জনের লক্ষ্যে আমরা ক্রিকেট খেলেছিলাম, বোর্ড মেম্বার বা কাউন্সিলররা নয়। অথচ এর বিপরীতে আমরা এমন প্রতিদান পাচ্ছি। ক্রীড়া মন্ত্রণালয় হয়তো এ বিষয়ে কিছু জানেও না। এটা সত্যিই অপমানজনক।’ হিরা সেই খেলোয়াড়দের একজন, যাদের হাত ধরে ক্রিকেটে আজকের বাংলাদেশ। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ এখন নিয়মিত টেস্ট খেলছে, ওয়ানডে খেলছে, টি-টোয়েন্টি খেলছে। বাংলাদেশের স্বাধীনতার পর হিরা, রকিবুল হাসান, শামীম কবির, দীপু রায় চৌধুরী, জাহাঙ্গীর শাহ বাদশাহ,  দৌলতুজ্জামানরাই প্রথম ক্রিকেট চর্চা শুরু করেন। তাদের অবদান স্বীকার করা বা তাদেরকে শ্রদ্ধা করা ছিল খুবই জরুরী। কিন্তু বর্তমান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা সেটা করতে পারলেন না।  
৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় সাকিব

৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় সাকিব



আইপিএলে আবারও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাঠে নামবেন সাকিব আল হাসান। নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে ভেড়ায় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।

আজ বৃস্পতিবার ভারতের চেন্নাইতে এ নিলাম অনুষ্ঠিত হচ্ছে।

নিলামে সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ছিল সর্বোচ্চ ২ কোটি রুপি। বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে ভেড়াতে একের পর এক দাম হাঁকাতে থাকে নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। অবশেষে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে কিনে নেয় শাহরুখ খানের দল।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নির্ধারণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নির্ধারণ


 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভেন্যু নির্ধারণ করেছে বিসিসিআই। মোট ৯টি ভেন্যুতে হবে টুর্নামেন্টের খেলাগুলো। আর বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক শেষে আজ শনিবার এসব তথ্য জানানো হয়।

শুক্রবার (১৬ এপ্রিল) বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের ওই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানা যায়।

 চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে আয়োজিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সর্বশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেরও আয়োজক ছিল ভারত। আগেরবারের চেয়ে এবার নতুন ৪টি ভেন্যু যোগ হয়েছে। সেবারের আয়োজনের সাথে এবারের আয়োজনের বেশ পার্থক্য হবে মহামারী করোনাভাইরাসের কারণে। দর্শকরা সরাসরি মাঠে বসে খেলা দেখতে পারবেন কী না, সে সিদ্ধান্ত তখনই নেওয়া হবে।

 

আসন্ন বিশ্বকাপের নতুন ৪টি ভেন্যু হলো আহমেদাবাদ, হায়দরাবাদ, লক্ষ্মৌ ও চেন্নাই। এছাড়া বাকি ৫টি ভেন্যু হলো মুম্বাই, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু ও ধর্মশালা। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সবচেয়ে বেশি ধারণক্ষমতার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

বিসিসিআইয়ের তরফ থেকে সংবাদমাধ্যমে জানানো হয়, ‘ওই ৯টি ভেন্যু নির্ধারণ করা হয়েছে এবং ভেন্যুগুলোর কর্তৃপক্ষকে জানিয়েও দেওয়া হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিতে যেন আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে পারে এইজন্য আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে। অক্টোবর-নভেম্বরে করোনা পরিস্থিতি কেমন হতে পারে তা এখনই অনুমান করতে যাওয়া খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু প্রস্তুতি চালিয়ে যেতে হবে।’

প্রসঙ্গত, ভারতে করোনাভাইরাসের পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। দেশটিতে বর্তমানে দিনে দুই লাখেরই বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন। তবুও এরমধ্যেই দেশটিতে চলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

রেকর্ড ৩৬তম মাস্টার্স শিরোপা জকোভিচের

রেকর্ড ৩৬তম মাস্টার্স শিরোপা জকোভিচের

 


রেকর্ড ৩৬তম এটিপি মাস্টার্স ট্রফি জিতেছেন নোভাক জোকোভিচ। ইতালিয়ান ওপেনের ফাইনালে দিয়েগো শয়ার্টসমানকে হারিয়ে শিরোপা জেতেন সার্বিয়ান তারকা।

রোমের ফাইনালে সরাসরি সেটে ম্যাচ জেতেন নোভাক। প্রথম সেটে লড়াইয়ের আভাস দেন দিয়েগো। তবে ৭-৫ গেমে জিতে এগিয়ে যান জোকোভিচ। দ্বিতীয় সেট ৬-৩ গেমে জিতে রেকর্ড নিজের করে নেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

গত মাসে ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনের শিরোপা জিতে ৩৫টা এটিপি মাস্টার্স জেতা নাদালকে স্পর্শ করেছিলেন নোভাক। ২৮টি এটিপি মাস্টার্স জিতে তালিকায় তিন নম্বরে আছেন রজার ফেদেরার। সব মিলে এটি জোকোভিচের ক্যারিয়ারের ৮১তম এবং এই বছরে চতুর্থ শিরোপা।

ফুটবলসোশ্যাল মিডিয়া বয়কট!

ফুটবলসোশ্যাল মিডিয়া বয়কট!

 


সম্প্রতি ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলিকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে লেখিকা তসলিমা নাসরিন। মুসলিম এই ক্রিকেটার ক্রিকেটে না থাকলে জঙ্গিগোষ্ঠীতে যোগ দিতেন বলে মন্তব্য করেছিলেন বাংলাদেশের নির্বাসিত এই লেখিকা। এর পর থেকে ভীষণ সমালোচনা সোশ্যাল মিডিয়ায়। যার প্রতিবাদে মুখর ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডও। তিনি সরাসরি বলেই দিয়েছেন, অনলাইনে এসব আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। প্রয়োজনে সোশ্যাল মিডিয়া বয়কটের কথাও বলেছেন ইংলিশ এই ক্রিকেটার।

ঘটনার সূত্রপাত একটি ভুয়া খবরকে ঘিরে। ভারতীয় সংবাদমাধ্যমের একাংশের খবরে দাবি করা হয়, মঈন আলি তার জার্সি থেকে একটি অ্যালকোহল সংস্থার লোগো তুলে নিতে অনুরোধ জানিয়েছিলেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষকে। যেহেতু ইসলামিক ধর্মে অ্যালকোহলের প্রচার বারণ, সে কারণেই তিনি এই দাবি জানিয়েছিলেন। তার ভাবাবেগকে সম্মান জানাতে চেন্নাই কর্তৃপক্ষ মঈন আলির জার্সি থেকে নির্দিষ্ট ওই সংস্থার লোগো তুলেও নেয়। তবে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষকে উদ্ধৃত করে কিছু সংবাদমাধ্যম আবার জানিয়েছে, এ ধরনের কোনো অনুরোধ করেননি মঈন। এর পরিপ্রেক্ষিতেই তসলিমা টুইট করে বসেন এভাবে, ‘মঈন আলি যদি ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকতেন, তবে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দিতেন।’

Monday, March 8, 2021

মেসিকে ধরে রাখতে যা দরকার তাই করব

মেসিকে ধরে রাখতে যা দরকার তাই করব

‘মেসিকে ধরে রাখতে যা দরকার তাই করব’

০৮ মার্চ ২০২১, ০২:৩০
facebook sharing button

কাতালান ক্লাব বার্সেলোনার সভাপতি হয়েছেন সেই হুয়ান লাপোর্তা।  দ্বিতীয়বারের মতো সভাপতির দায়িত্ব নিচ্ছেন তিনি।

রোববার বার্সেলোনার সভাপতি নির্বাচনে বড় ব্যবধানে জিতেছেন লাপোর্তা।  ৫৫৬১১ ভোটের মধ্যে লাপোর্তা পেয়েছেন ৫৪.৩ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ট পেয়েছেন ৩০ শতাংশ ভোট।  আর টনি ফ্রেইক্সার পেয়েছেন ৯ শতাংশ ভোট।

এমন সময় ফের ক্লাবটির সভাপতি হয়েছেন লাপোর্তা, যখন লা লিগাসহ বিভিন্ন প্রতিযোগিতায় ধুঁকছে বার্সেলোনা।

২০০৩ সালে মেসিদের সভাপতি ছিলেন লাপোর্তা।  সাত বছর দায়িত্বে ছিলেন।  সেই সময় বিশ্বের অন্যতম সেরা ক্লাবে পরিণত হয় বার্সা।

২০১০ সালে লাপার্তো যখন বার্সা ছাড়েন, তখনও বিশ্বসেরা দলের কাতারে ছিল বার্সা।

দ্বিতীয় মেয়াদে ক্লাবটির সভাপতি হওয়ার পর পরই লাপার্তো জানিয়েছেন, দলের মূল তারকা মেসিকে ধরে রাখতে যা দরকার তাই করবেন। মেসি বার্সাকে ভালোবাসে। 

তথ্যসূত্র: মার্কা