রেকর্ড ৩৬তম এটিপি মাস্টার্স ট্রফি জিতেছেন নোভাক জোকোভিচ। ইতালিয়ান ওপেনের ফাইনালে দিয়েগো শয়ার্টসমানকে হারিয়ে শিরোপা জেতেন সার্বিয়ান তারকা।
রোমের ফাইনালে সরাসরি সেটে ম্যাচ জেতেন নোভাক। প্রথম সেটে লড়াইয়ের আভাস দেন দিয়েগো। তবে ৭-৫ গেমে জিতে এগিয়ে যান জোকোভিচ। দ্বিতীয় সেট ৬-৩ গেমে জিতে রেকর্ড নিজের করে নেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।
গত মাসে ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনের শিরোপা জিতে ৩৫টা এটিপি মাস্টার্স জেতা নাদালকে স্পর্শ করেছিলেন নোভাক। ২৮টি এটিপি মাস্টার্স জিতে তালিকায় তিন নম্বরে আছেন রজার ফেদেরার। সব মিলে এটি জোকোভিচের ক্যারিয়ারের ৮১তম এবং এই বছরে চতুর্থ শিরোপা।
0 coment rios: