সম্প্রতি ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলিকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে লেখিকা তসলিমা নাসরিন। মুসলিম এই ক্রিকেটার ক্রিকেটে না থাকলে জঙ্গিগোষ্ঠীতে যোগ দিতেন বলে মন্তব্য করেছিলেন বাংলাদেশের নির্বাসিত এই লেখিকা। এর পর থেকে ভীষণ সমালোচনা সোশ্যাল মিডিয়ায়। যার প্রতিবাদে মুখর ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডও। তিনি সরাসরি বলেই দিয়েছেন, অনলাইনে এসব আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। প্রয়োজনে সোশ্যাল মিডিয়া বয়কটের কথাও বলেছেন ইংলিশ এই ক্রিকেটার।
ঘটনার সূত্রপাত একটি ভুয়া খবরকে ঘিরে। ভারতীয় সংবাদমাধ্যমের একাংশের খবরে দাবি করা হয়, মঈন আলি তার জার্সি থেকে একটি অ্যালকোহল সংস্থার লোগো তুলে নিতে অনুরোধ জানিয়েছিলেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষকে। যেহেতু ইসলামিক ধর্মে অ্যালকোহলের প্রচার বারণ, সে কারণেই তিনি এই দাবি জানিয়েছিলেন। তার ভাবাবেগকে সম্মান জানাতে চেন্নাই কর্তৃপক্ষ মঈন আলির জার্সি থেকে নির্দিষ্ট ওই সংস্থার লোগো তুলেও নেয়। তবে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষকে উদ্ধৃত করে কিছু সংবাদমাধ্যম আবার জানিয়েছে, এ ধরনের কোনো অনুরোধ করেননি মঈন। এর পরিপ্রেক্ষিতেই তসলিমা টুইট করে বসেন এভাবে, ‘মঈন আলি যদি ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকতেন, তবে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দিতেন।’
0 coment rios: